বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর অভিযানে ০৯ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার থানাধীন সানারপাড় এলাকায় মেঘলা টি ষ্টোর নামক দোকানের ভিতর অর্থের বিনিময়ে টেলিভিশনে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে জুয়া খেলার সংবাদের ভিত্তিতে অবৈধ জুয়ার আস্তানা ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি ও জুয়া খেলার সর্বমোট ১৬,২০০/-টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ সুমন মিয়া (২৮), ২। শান্ত @ ইসলাম এস্ট (২৬),৩। মোঃ রুকু মিয়া (আলম) (২৪),৪। সেন্টু হোসেন আমির (৩২), ৫। মোঃ মনির হোসেন (৩৮), ৬। মোঃ হাসান (৩২),৭। মোঃ শামীম ভুঁইয়া (২৯),৮। মোঃ সবুজ হাওলাদার (২৫), ৯। মোঃ শাহিন (২০)।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমাঃ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় মেঘলা টি ষ্টোর নামক দোকানের ভিতর বেশ কিছু দিন যাবৎ অর্থের বিনিময়ে টি-২০ ক্রিকেট খেলাসহ অন্যান্য খেলাকে কেন্দ্র করে কখনো গোপনে কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।