বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে দেশীয় ধারালো অস্ত্রসহ আট ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল ডাচ বাংলা ব্যাংকের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃত ডাকাতরা হলেন- জামালপুরের ফরাজপাড় এলাকার হানিফের ছেলে মুনছুর ওরফে সুমন (২৬), ময়মনসিংহের নান্দাইল এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে শহিদ (৩২), জামালপুরের বকশীগঞ্জ থানার আইরমারী এলাকার মৃত ময়নাল ওরফে মণ্ডল শেখের ছেলে হাবিল ওরফে হৃদয় (২৮), নরসিংদীর শিবপুর হাজীবা এলাকার লাল মিয়া (৫৭), শেরপুরের ঝিনাইগাদী এলাকার মঞ্জুরুলের ছেলে আনোয়ার হোসেন (২৭), কুড়িগ্রামের উলিপুর এলাকার মো. আফজাল হোসেনের ছেলে ফুলজার আলী ওরফে সাগর (৩০)।
ডাকাতির শিকার হওয়া সেলিম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ডিবির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান শনিবার (১৪ সেপেম্বর) এ তথ্য জানান ।
এসআই মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে সেলিম তার বড় ভাই ও মামাকে নিয়ে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। শুক্রবার ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জ হিরাঝিল ডাচ বাংলা ব্যাংকের সামনে পৌঁছামাত্র কয়েকজন যুবক তাদের গাড়িতে স্টিলের পাইপ দিয়ে ঢিল মারে। এসময় তারা গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ওই যুবকরা দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে দু’টি মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়। তাদের চিৎকার শুনে ডিউটি চলাকালে এগিয়ে যাই। ঘটনা শুনে ডাকাতদের পিছু নেই এবং তাদের ধরতে সক্ষম হই। তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, চারটি চাপাতি, একটি স্টিলের পাইপ, একটি ছোরা, একটি হাতুড়ি, দু’টি মোবাইলসহ তাদের আটক করা হয়। তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।