বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে ৫ মদ্যপ্য ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মুক্তিনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মুক্তিনগর এলাকার আইযুব আলী মুন্সির ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৯), নয়া আটির আঃ মজিদের ছেলে মাজহারুল ইসলাম পারভেজ (১৯) একই এলাকার নুরুল হক এর ছেলে শফিকুল ইসলাম (১৯), আঃ হাইয়ের ছেলে হৃদয় (১৯) ও আসলাম এর ছেলে শেখর (১৯)। আটককৃতদের বিরুদ্ধে অনুমতি ব্যতিত মদ পান করার অপরাধে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই রাসেল আহমেদ জানান, মঙ্গলবার গভীর রাতে মক্কিনগর এলাকায় মদ পান করে আটকৃতরা মাতলামি করছে। এসময় টহল রত পুলিশের গাড়ি তাদের আটক করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আটকৃতদের বিরুদ্ধে মামলা করেছে। যাহার নং- ২৩। আটকৃতদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।