বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেট সহ জোসনা (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী নয়াপাড়া এলাকার মামুন মিয়ার বাড়ী থেকে তাকে আটক করা হয়। এসময় পুলিশ তার ঘরে তল্লাশী করে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
সিদ্ধিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আব্দুর রহিম জানায়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী নয়াপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আসামী নিজ বাসার সানসেটের উপরে রাখা পাতিলের নিচ থেকে ইয়াবা বের করে দেয়।
তিনি আরো জানান, আটককৃত আসামী দির্ঘদিন ধরে উক্ত এলাকায় মাদক ব্যবাসা করছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাসে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।