নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ রেজাউল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শিমরাইল বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত মাদক ব্যবসায়ী রেজাউল মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কুতুবদী গ্রামের মো:সেলিম মিয়ার ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার মাদক ব্যবসায়ী রেজাউলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের করেছে। বুধবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে মাদক ব্যবসায়ী রেজাউলকে আদালতে প্রেরণ করেছে বলে থানা পুলিশ সুত্রে জানা যায়।