বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্যানের সিলিং এর সাথে ফাঁস দিয়ে শারমিন (২৩) নামে ৪ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি ভোলার লালমোহন গ্রামের কাঞ্চন হেরাং এর মেয়ে।
রোববার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকার শাহ আলমের ভাড়াটিয়া বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী মো. ইমরান জানায়, আমাদের এক বছর আগে বিয়ে হয়। আজ ১২ টার দিকে আমি ও আমার স্ত্রী ভ্যান গাড়ি থেকে তার জন্য জুতা কিনে বাসায় এসেছিলাম। কিন্তু বাসায় এসে জুতা তার সাইজে বড় হওয়ায় আমাকে চেঞ্জ করে আনতে বলে কিন্তু ভ্যানগাড়ি ওয়ালা চলে যাওয়া আর চেঞ্জ করতে পারিনি। এ নিয়ে আমার স্ত্রীর সাথে তর্কাতর্কি হওয়ার পর আমি বাসা থেকে বের হয়ে যাই। এরপর জানতে পারি সে ফাঁস দিচ্ছে। কিন্তু আসতে আসতে দেখি সে ফাঁস দিয়ে ঝুলে গেছে। আমরা জানালা ভেঙ্গে ঘরে ঢুকতে ঢুকতে সে মারা যায়।
পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন পরিবারের বরাতে জানান, নিহত শারমিন ৪ মাসের গর্ববতী ছিলো। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা আত্মহত্যা। ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি৷
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনা আত্মহত্যা কিনা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় স্বামী ইমরানকে আটক করা হয়েছে।#