বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে পৃথক দুইটি অভিযানে ৩৫ কেজি গাঁজা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১।
রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল সাকিনস্থ চিটাগাং রোড বাসস্ট্যান্ড এবং চিটাগাং রোডস্থ ডিএনডি পাম্প হাউজ এর মূল গেইটের সামনে কতিপয় ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এরুপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনাস্থলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নি¤œলিখিত মাদক ব্যবসায়ীদেরকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি সাদা রংয়ের প্রাইভেট কার সহ গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আসাদুজ্জামান (২৯), পিতা- হারুনুর রশিদ, মাতা- রোকসানা বেগম, সাং- শালুরচর, বদুরপুর, থানা- চাঁন্দিনা, জেলা- কুমিল্লা। মোঃ সুমন মিয়া (২০), পিতা- তাজুল ইসলাম, মাতা- আয়েশা বেগম, সাং- শালুরচর, বদুরপুর, থানা- চাঁন্দিনা, জেলা- কুমিল্লা ।
মোঃ রুবেল (৪৮), পিতা- মৃত ইসমাইল, মাতা-মনি বেগম, সাং- দাপা, ইদ্রাকপুর (মেম্বার বাড়ী), থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।
উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।