নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে ২ সন্তানের জননী মুন্নি আক্তার(৩১) নামে এ গৃহবধু আতœহত্যা করেছে। স্বামীর সাথে অভিমান করে শুক্রবার বিকেলে ঈদুঁর মরার ওষুধ সেবন করে শনিবার সকালে মারা যায়। ঘটনাটি ঘটে নয়াআটি মুক্তিনগর এলাকায়। আতœহননকারী মুন্নি আক্তার খুলনা জেলার তেরখালী থানার হাড়িখালী গ্রামের মোঃ রবিউলের স্ত্রী ও কুড়িগ্রাম জেলা সদরের সরকারপাড়া পশ্চিম নাছিরা গ্রামের আবদুল কাদেরের মেয়ে। সে স্বামীর সাথে মুক্তিনগর এলাকার সিদ্দিক মিয়া ওরফে মলয়শিয়ার বাড়ীতে ভাড়া করতো।
জানা গেছে,পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে অভিমান করে মুন্নি গত শুক্রবার বিকেলে ঘরে থাকা ঈদুঁর মরার ওষুধ সেবন করে। তখন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ওয়াস করে রাতে বাসায় আনা হয়। সে মোটা মোটি সুস্থ্য হয়ে উঠলেও শনিবার সকাল ৯ টার দিকে মারা যায়। এসময় মুন্নির পিতা আবদুল কাদের ও মা উপস্থিত ছিলেন। তারা মুন্নির স্বামীর প্রতি কোন অভিযোগ তুলেননি। এদিকে আতœহত্যার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ছুটে গিয়ে বেলা সাড়ে ১২ টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।