নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর বটতলা এলাকা থেকে পৌনে ১০ লাখ টাকা ছিনতাইর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জুলহাস উদ্দিন ফরিদ (৩৫) ও আল-আমিন (২০) নামে দু‘ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে কাউন্সিলর শাহজালাল বাদল। সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টায় তাদের আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ ঘটনাস্থল থেকে ওই ২ ছিনতাইকারীকে পুলিশের হেফাজতে নিয়ে যায়। ধৃত জুলহাস উদ্দিন ফরিদ ডেমরা থানার সারুলিয়া এলাকার আবুল কাশেম দেওয়ানের ছেলে ও আল-আমিন শিমরাইল টেকপাড়া এলাকার সামছুদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত কোরবানির ঈদের আগে মুক্তিনগর বটতলা এলাকা থেকে এক গরু ব্যবসায়ীকে গুলি করে ওই টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ওই ঘটনায় থানায় অজ্ঞাত আসামি করে একটি ছিনতাই মামলা হয়। মামলা দায়ের করার পর থেকেই পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে বিভিন্ন কৌশলে কাজ করছে। নাসিক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের সহায়তায় গত সোমবার রাতে ওই দু‘ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানায়, কাউন্সিলর বাদল ফরিদ ও আল-আমিনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে আমি গিয়ে তাদের নিয়ে আসি। ধৃতদেরকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।