নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থানা সেচ্ছসেবকলীগর দপ্তর সম্পাদক শাহজাহান সাজুর বাড়ি, অফিসে হামলা, বোমা বিস্ফোরন ও ভাংচুর চালিয়েছে মাদক ব্যবসায়ী সন্ত্রাসী আলাউদ্দিন বাহিনী। এ সময় সন্ত্রাসীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে। পরে তারা সাব্বির (২০) নামে এক ছাত্রলীগে নেতাকে কুপিয়ে আহত করে দেশী অস্ত্র নিয়ে নাসিক ১০ ওয়ার্ড মহড়া দেয়। । বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে গোদনাইল আরামবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। বিকাল ৫ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে সন্ত্রাসীদের ধাওয়া দিলে আলাউদ্দিন অস্ত্র নিয়ে নদীতে ঝাঁপ দেয়। পরে তাকে আটক করলেও সে সংঙ্গে থাকা অস্ত্র নদীতে ফেলে দেয় বলে পুলিশ সূত্রে জানা যায়। এরপর থেকে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। সে কোন মহুর্তে সন্ত্রাসী আলাউদ্দি বাহিনীর সাথে সাজু বাহিনীর রক্তক্ষই সংঘর্ষ হতে পারে বলে আশংকা করছে এলাকাবাসী।
জানা গেছে, নাসিক ১০ ওয়ার্ডে আরামবাগ এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সাজু বাহিনীর সাথে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি টুন্ডা সেলিম বাহিনীর সঙ্গে ২০১৪ সালে ১৫ ডিসেম্বর গোলাগুলি হয়। এতে সেলিম গুলিদ্ধিসহ ১০ জন আহত হয়। এ ঘটনায় সাজু ও আলাউদ্দিনসহ ১০/১২ জনকে আসামী করে একটি মামলা হয়। কিছুদিন পর সাজু ২টি পিস্তল ও গুলিসহ র্যাব ১১ হাতে গ্রেফতার হয়। পরে সাজু জামিনে বের হয়ে আসলে ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি অস্ত্রধারী সন্ত্রাসী আমির হোসেন সাজুর সহযোগী আলাউদ্দিনকে তার গ্রুপে নিয়ে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নেয়। এতে সাজুর সাথে তাদের বিরোধ বাদে। এ নিয়ে একাধীকবার আরামবাগ এলাকায় মারামারির ঘটনাও ঘটে। প্রতিবারই ধরাছোয়ার বাহিরে থেকে যায় অস্ত্রধারী সন্ত্রাসী আমির হোসেন। আমির আলাউদ্দিনকে নিয়ন্ত্রণ করে গড়ে তোলে সন্ত্রাসী বাহিনী। মহল্ল¬ায় আলাউদ্দিন বাহিনী নামে পরিচিত হয়। এদিকে সন্ত্রাসী সাজু আলাউদ্দিন বাহিনীর সদস্যদের ধরে নিয়ে হাতুর দিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় একাধীকবার সাজু বাহিনী ও আলাউদ্দিন বাহিনীর মধ্যে মারামারি হয়। এলাকায় আধিপত্য নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠে উভয় পক্ষ। এর জের ধরে বৃহস্পতিবার অস্ত্রধারী সন্ত্রাসী আমির হোসেন তার প্রতিপক্ষ সাজুকে মেরে ফেলতে আলাউদ্দিন বাহিনীকে পাঠায়। এ সময় তারা বোম বিস্ফোরন ঘটিয়ে সাজুর বাড়ি, অফিস ভাংচুরসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে। প্রধান মন্ত্রীর ছবি ভাংচুর চালালে ছাত্রলীগে নেতা সাব্বির বাধা দিলে সন্ত্রাসী আলাউদ্দিন বাহিনী তাকে কুপিয়ে রক্তাক্ত আহত করে। এঘটনায় এলাকায় থমথমে ভার বিরাজ করছে।
এদিকে এসআই আবুল কালাম আজাদ সন্ত্রাসী আলাউদ্দিনকে আটক করতে চিত্তরঞ্জন এলাকায় অভিযোন চালালে আলাউদ্দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে শীতলক্ষা নদীতে ২টি অস্ত্র নিয়ে ঝাঁপ দেয়। পরে পুলিশকে অস্ত্র দেখিয়ে সন্ত্রাসী আলাউদ্দিন গুলি করবে বলে হুমুকি দেয়। এক পর্যায়ে পুলিশ নদী থেকে আলাউদ্দিনকে আটক করলেও ওই অস্ত্র উদ্ধার করতে পারেনি। এরপরও দূধর্ষ আলাউদ্দিন পুলিশের হ্যান্ডকাপ পড়া অবস্থায় পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এদিকে পুলিশ পিস্তল দুটি উদ্ধারের জন্য নদীতে তল্লাশীসহ আলাউদ্দিন ও আমিরের সকল অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলাউদ্দিন ও আমিরের সকল অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।