বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২টি তুলা ও ঝুটের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২ ইউনিটের দেড় ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় ২টি কারখানায় প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে জানায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার জালকুড়ি এলাকায় হৃদয় ইসলাম ও নুর হোসেনের মালিকানাধীন দুইটি তুলার কারখানায় এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী সাদ্দাম জানান, ঝালকুড়ি এলাকায় বেশকিছু ঝুট ও তুলার কারখানা রয়েছে। ২টি তুলা ও ঝুটের কারখানায় আগুন লাগে। কারখানাগুলোতে প্রচুর পরিমান মালামাল ছিল। তুলা ও ঝুট হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম বলেন, খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। কারখানা ২টি মূলত তুলা ও ঝুটের। এখানে প্রচুর পরিমান মালামাল মজুদ ছিল। অগ্নিকান্ডের ঘটনায় ২টি কারখানায় ৬ লাখ টাকার মালমাল ক্ষতি হয়েছে এবং ১৫ লাখ টাকার মালমাল উদ্ধার করা গেছে। ঝুট থেকে তুলার তৈরি ওপেনার মেশিনের যন্ত্রাংশের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়।