বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর অভিযানে ১৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় থানাধীন মুক্তিনগর সাকিনস্থ খানকায়ে জামে মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে পরিবহন চাঁদাবাজদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে চাঁদাবাজির নগদ ১৮,১০০/- টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ আফজাল হোসেন (৩২), ২। মোঃ আঃ রহমান (৩৮), ৩। মোঃ আমির হামজা (২৪), ৪। মোঃ মাসুদ ইসলাম (১৮), ৫। মমিনুল ইসলাম (৪৫), ৬। মোঃ রায়হান হোসেন (২৮), ৭। মোঃ হানিফ (৪৩), ৮। মোঃ ওয়াজেদ মিয়া (৪৮), ৯। মোঃ জাকির হোসেন (৩৪), ১০। মোঃ জাকের হোসেন (৩২), ১১। মোঃ হাবিবুর রহমান (২৬), ১২। মোঃ আনোয়ার হোসেন (২৮), ১৩। মোঃ রনি হোসেন (২৮) এবং ১৪। মোঃ ওসমান গনি মুন্সি (৫৬)কে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমাঃ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, একটি চাঁদাবাজ চক্র নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম গামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ১০০/- থেকে ২০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।