বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার ২৫০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আজ বিকেলে থানাধীন আদমজীনগর সোনামিয়া বাজার এরাকায় ৩নং বালুর মাঠের পশ্চিম দিকের দেয়ালের পাশে ফাঁকা মাঠে এক বিশেষ অভিযানে জুয়ার আস্তানায় ১২ জন জুয়াড়ি’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ মনোয়ার হোসেন (৩৫), ২। মোঃ ইমরান (৪০), ৩। মোঃ মাহবুব খান (৩৬), ৪। দেওয়ান বাদশাহ (৩৭), ৫। মোঃ জাফর (৩৬), ৬। মোঃ মুন্না (৪২), ৭। মোঃ জাহাঙ্গীর (৪৫), ৮। মোঃ মুন্না (৪৬), ৯। মোঃ বাবু (৩২), ১০। মোঃ মাসুম (৩৫), ১১। মোঃ আলী আহমেদ (৩৫) এবং ১২। মোঃ নওছার (৪০)।
র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, একটি সংঘবদ্ধ চক্র সিদ্ধিরগঞ্জের আদমজীনগর সোনামিয়া বাজার এলাকায় ৩নং বালুর মাঠে দীর্ঘদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। সম্প্রতি এই সংঘবদ্ধ চক্রটি ৩নং বালুর মাঠের পশ্চিম দিকের দেয়ালের পাশে ফাঁকা মাঠে প্রকাশ্য দিবালোকে জুয়ার আস্তানা বানিয়ে জুয়ার আসর চালিয়ে আসছে। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো। উপস্থিত স্বাক্ষী, স্থানীয় লোকজন ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।