বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর অভিযানে ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সন্ধ্যায় থানাধীন চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২ কেজি গাঁজাসহ ০২ জন নারী মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। মোছাঃ রোজী আক্তার (৩৫) এবং ২। হাসি আক্তার খুশী (২৭)।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামী মোছাঃ রোজী আক্তার ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল থানাধীন বেড়াতলী এলাকার মৃত আবুল কাশেম এর স্ত্রী এবং অপর আসামী হাসি আক্তার খুশী ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন আনন্দপুর এলাকার কাজী শাহ আলম এর স্ত্রী। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।