বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে গোদনাইলের আরামবাগ এলাকা থেকে ১০০ পিছ ইয়াবা সহ রাসেল নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গত রবিবার রাত ৯ ঘটিকায় ৮ নং ওর্য়াডের আরামবাগ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। রাসেল গোদনাইলের আরামবাগ এলাকার মোঃওয়াজ উদ্দিনের ছেলে। জানা যায় রাসেল গোদনাইলের আরামবাগ এলাকায় দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা করে আসছে। সিদ্ধিরগঞ্জ থানার এস,আই সামসুল হক জানান যে, গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইলের আরামবাগ এলাকা থেকে আসামি রাসেলকে ১০০ পিছ ইয়াবা সহ তাকে গ্রেফতার করে এবং আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।