নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের সাইলো গেইট এলাকার রান্স এ্যাপারেল্স লিমিটেড পোশাক শিল্প কারখানার কমপক্ষে ৩০ জন শ্রমিক হিটষ্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে হঠাৎ শ্রমিকরা অসুস্থ হতে শুরু করলে কারখানা ছুটি ঘোষনা করে কর্তৃপক্ষ।অসুস্থদের মধ্যে অপরেটর আমেনা,সীমা,রহিমা,সাহিদা, আসমা,রিনা,সীমা আক্তার,নিপা,রিতা,পারভীন,মর্জিনা,হেলপার লিপি,রানু,শাহানাজ,লিমা,কোয়ালিটি ইন্সপেক্টর শাহানা ও কাটিং হেলপার সুমনকে শিমরাইল মোড়স্থ সুগন্ধা হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে।আহত শ্রমিকদের মধ্যে ১ জন পুরুষ আর বাকী সকলেই নারী।হাসপাতাল সূত্রে জানা গেছে,অতিরিক্ত গরমের কারণে শ্রমিকরা হিটষ্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছে।তবে ভয়ের কোন কারণ নেই।স্যালাইন ও বিশ্রাম নিলেই সুস্থ্য হয়ে উঠবে।
শ্রমিকরা জানায়,গত সোমবার থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে।কিন্তু মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি জটিল আকার ধারণ করে।বেলা সাড়ে ১২ টার পর থেকেই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে ঢলে পড়তে থাকে।তখন অসুস্থদের দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।কি কারণে এ অবস্থা হয়েছে তা বলতে পারছেনা শ্রমিকরা।এ কারখানাটির মালিকের নাম রব সানোয়ার।তিনি সিদ্ধিরগঞ্জ বাজার আমতলা এলাকার স্থায়ী বাসিন্দা।
শ্রমিকদের অভিযোগ,প্রথম দিন বিষয়টি মালিক পক্ষকে অবগত করানো হলেও তেমন কোন কার্যকরী প্রদক্ষেপ গ্রহন করা হয়নি।কারখানাটিতে অসহনীয় গরম বলে শ্রমিকরা জানায়।
এ বিষয়ে মলিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সুপারভাইজার জানায়,শ্রমিরা অসুস্থ হয়ে পড়ার পর পরই কারখানা ছুটি ঘোষনা করা হয়েছে।অসুস্থ শ্রমিকদের যথাযথ চিকিৎসা চলছে।