নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর অবিলম্বে ফাঁসি ও জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ছিলেন সিদ্ধিরগঞ্জে প্রবীন আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ হাবিবুল্লাহ (হবুল ), ওলামীলগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইলিয়াস হোসেন বিন হেলালী, যুবলীগ নেতা হাজী ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাইনাদি (১০ তলা )এলাকায় মহাসড়কে জামায়াতের ডাকা হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল শেষে মহাসড়কের পাশে নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি পালন করেন।