বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিকাআপ ও মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আরো তিন জন আহত হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের মতলব উত্তরের রফিকুল ইসলাম, গাইবান্দা জেলার পলাশবাড়ী এলাকার মাহাদীপুরের মিন্টু মিয়া ও মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়ি এলাকার বোরহান উদ্দিন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে সানারপাড় এলাকায় পিকাআপ ও মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয় এসময় ৬ জন যাত্রী গুরুত্বর আহত হয়। আহতদের স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে তিনজন রাস্তায় মৃত্যুবরণ করেন। বাকী তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।