বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটর সাইকেলের সাথে অটোরিকশার ধাক্কায় নাঈম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. নাঈম (২৫) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলী আইলপাড়া এলাকার সাজেদুল করিমের ছেলে। বৃহষ্পতিবার (২৬ জানুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা।
ওসি রাসেল জানান, আজ সকালে সিদ্ধিরগঞ্জ এলাকার পাঠানটুলী হাজীগঞ্জ মাদ্রাসার সামনে অটোরিকশার সাথে মোটর সাইকেলের সংঘর্ষে আরোহী নাঈম মারা যান। আমরা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা ও মোটর সাইকেল দুইটাই ভাঙ্গা অবস্থায় পাই। নিহতের লাশ তার পরিবার নিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।