বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩ কোটি ২০ লাখ টাকা মূল্যের হেরোইন সহ মাসুম নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। বিষয়টি সোমবার (১৬ জানুয়ারী) দুপুরে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
এর আগে সোমবার দিবাগত রাত ৩ টায় থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চিটাগাং রোডস্থ বন্ধু পরিবহন বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ মাসুম সরকার (১৯) কুমিল্লা জেলার হোমনা থানার ভবানীপুর গ্রামের মোঃ হাসান আলী সরকারের ছেলে।
সংবাদ সম্মেলনে এসপি রাসেল জানান, জেলা ডিবি পুলিশের একটি টীম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মহাসড়কের বন্ধু পরিবহনের সামনে থেকে মাসুম নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ১ কেজি ছয়শত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ২০ লাখ টাকা। এই মাদক পাচারের সাথে যারা জড়িত রয়েছেন তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন হয়েছে।