বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে সোনামিয়া স্টেডিয়াম বাস্তবায়ন কমিটির উদ্যোগে ঘুড়ি কাটা কাটি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩ টায় আজিবপুর এলাকায় সোনামিয়া স্টেডিয়ামে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় অনিক রাজ ও শরীফুল ইসলাম রিফাতের নেতৃত্বাধিন দু,টি দল অংশ গ্রহন করে। এলাকার অসংখ্য লোকজন ঘুড়ি প্রতিযোগীতা উপভোগ করেন। এসময় উপস্থিত ছিলেন,সোনামিয়া স্টেডিয়াম বাস্তবায়ন কমিটির আহবায়ক বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আলহাজ্ব আবদুল মতিন প্রধান, যুগ্নআহবায়ক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জালাল উদ্দিন আহমেদ, রমজান আলী, আলী আকবর খান,হামিদ আলী ও সিদ্দিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগীতায় বিজয়ী দলকে ৫ হাজার টাকা ও পরাজিত দলকে ৩ হাজার টাকা পুরুস্কৃত করা হয়েছে।