বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) গাড়ির ধাক্কায় অনি রানী নামে ছয় মাসের এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এ সময় গাড়িটির চালককে আটক করে বিক্ষুব্ধ জনতা।
রোববার (২৬ মে) সকালে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের পাঠানটুলী জামে মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক।
নিহত অনি রানী (৩৫) রংপুরের ববেন চন্দ্রের মেয়ে। বর্তমানে তিনি ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্টসে চাকরি করতেন। আটক গাড়িচালক নারায়ণগঞ্জের খানপুর এলাকার খোকনের ছেলে ইকবাল (৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে পুলিশ জানায়, ফতুল্লার হাজীগঞ্জ থেকে সকালে সিদ্ধিরগঞ্জের পাঠানতলী নিজ কর্মস্থলে যাওয়ার পথে ওই ৬ মাসের অন্তঃসত্ত্বা নারীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লার পিকআপভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা গাড়ির চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের স্বজনরা বিচার দাবি করেন।
নিহতের চাচাতো দেবর সুবল চন্দ্র বর্মন জানান, এ ঘটনায় আইনের দিক থেকে যে বিচার হয় সে বিচার টা আমরা সুষ্টভাবে চাই।
তবে নিহতরে স্বামী অতুল চন্দ্র বলেন, দূর্ঘটনায় আমার স্ত্রী মারা গেছে। সে ছয় মাসের অন্ত:সত্তা ছিলেন। এখন আর বিচার চেয়ে কি হবে। লাশ রংপুর নিজ বাড়িত নিয়ে যাচ্ছি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়। পরে নিয়তের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি তাদের বুঝিয়ে দেওয়া হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা করেনি। গ্রেফতারকৃত গাড়ি চালককে আদালতে পাঠানো হয়েছে। কেউ মামলা করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।