বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে সমাজসেবা অধিদপ্তর ও সমাজসেবা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় ১ হাজার বয়ষ্ক ভাতার নমিনি ফরম বিতরন ও পূরণের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিল সিরাজুল ইসলাম মন্ডল ।
এসময় উপস্থিত ছিলেন- সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, মহানগর আওয়ামীলীগের সমাজ কল্যান সম্পাদক কাজী আতাউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমূখ।
কার্যক্রম শুরুর পূর্বে কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়ণে ডিজিটাল বাংলাদেশ গঠন করেছে। তার এ উন্নয়নে একটু অবদান রাখতে পারায় নাসিক ৬নং ওয়ার্ডবাসির কৃতজ্ঞ। আগামীতে আরো উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে থাকতে যাই। বিগত ৫টি বছর ওয়ার্ড বাসীর সেবা করেছি। আমার অজান্তে হয়ত কোনো ভুল হতে পারে তার পরেও বলবো আপনাদের সেবা করে যেতে চাই।