নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হুমায়ুন কবির ওরফে বরিশাইল্লা মোটা কবিরের উপস্থিতিতে আন্তঃজেলা ট্রাকচালক সাইলো শাখার যুগ্ন সম্পাদক হাসানের উপর দফায় দফায় হামলা চালিয়েছে কবির বাহিনীর সদস্যরা। ট্রাক শ্রমিকদের অভিযোগ বরিশাইল্লা মোটা কবির নিজেই উপস্থিত থেকে তার সন্ত্রাষীদের নির্দেশনা দিয়ে কয়েকদফা এ হামলা চালায়। খবর পেয়ে ট্রাক শ্রমিকরা একত্রিত হয়ে কবির বাহিনীর হামলার প্রতিরোধ করলে কবিরসহ তার পালিত সন্ত্রাসীরা পিছু হটে। হামলায় ট্রাক শ্রমিক নেতা হাসান, শ্রমিক রহিমসহ অন্তত ৫ জন রক্তাক্ত¡ জখম হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় সিদ্ধিরগঞ্জ পুল ও সাইলো মোড়ে শ্রমিকবাহী কবিরের একটি বাসের সাথে ট্রাকের সাইড দেয়াকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন সংগঠন ও কবির বাহির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাবাসীর আশংকা যে কোন মুহুর্তে সংঘর্ষে লিপ্ত হতে পারে উভয় গ্রুপ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাইলো আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ণ সংগঠনের যুগ্ন সস্পাদক হাসান একটি ট্রাক নিয়ে সাইলো যাওয়ার পথে ইপিজেডের শ্রমীকবাহী একটি বাসের পিছনে পড়ে । এ সময় সে ইপিজেডের শ্রমিক বাসটিকে ওভার টেক করার সময় এভাবে সড়ক জুড়ে যাত্রী উঠানামা করিয়ে যানজট সৃষ্টির প্রতিবাদ করলে কবির বাহিনীর সন্ত্রাসীরা তাকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ট্রাক থেকে টেনে হেছড়ে নামিয়ে মার ধর করে। পরে পথচারিরা ও অন্যন্য চালকরা হাসানকে উদ্ধার করে সাইলো গেট সংযোগ সড়কের মাথায় নিয়ে যায়। এর কয়েক মিনিট পর কবির বাহিনীর প্রধান কবির তার দলবল নিয়ে সাইলো মোড়ে আসে। পরে সে তার সন্ত্রাসীদের নির্দেশ দিলে তারা আবারও হাসানকে রড লাঠি-সোটা দিয়ে পিটিয়ে আহত করে। হামলার সংবাদে আন্তঃজেলা ট্রাকচালক সংগঠনের নেতাকর্মীরা আসলে কবির বাহিনী পিছু হটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে সন্ধ্যায় একটি মিমাংসা বৈঠকের ঘোষনা দেয়।
জানা গেছে, আদমজী ইপিজেডের পরিবহন ব্যবসা কবির এককভাবে নিয়ন্ত্রন করে আসছে। ইপিজেডের বিভিন্ন কারখানায় শতাধিক বাস দিয়ে শ্রমিকদের আনয়ন করে কবির। ফলে আদমজী ইপিজেড সড়কে প্রতিনিয়তই কবিরের গাড়ির চালক ও হেলপারদের দৌরাতœ রয়েছে। এ ব্যবসাসহ ইপিজেডের বিভিন্ন ব্যবসার নিয়ন্ত্রন ও আধিপত্য বজায় রাখতে কবির গড়ে তুলে একটি সন্ত্রাসী বাহিনী। এদের দাপটে আদমজী ইপিজেড সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাস দাড় করিয়ে সড়কে জ্যাম সৃষ্টি করে শ্রমিকদের উঠা-নামা করায়। এ অব্যস্থাপানার কারনে রাস্তার প্রতিনিয়তই যানজট লেগে থাকে। চরমভোগান্তিতে পড়ে যাত্রী সাধারন।
আরেকটি সূত্র জানায়, সেই লোহাচোর আকরামের হাত ধরে কবির আজ কোটিপতি। বিভিন্ন কুট কৌশল অবলম্বন করে ইপিজেডে আধিপত্য বিস্তার করছেন। এমনকি এর নিয়ন্ত্রন ধরে রাখতে থানা আওয়ামীলীগের শীর্ষনেতাদের বিভিন্ন কৌশলে বিভিক্ত করে রেখেছেন বলেও এ সূত্রটি জানায়।
উল্লেখ্য, গত রোববার সকাল সাড়ে ৭টায় একই রকম ঘটনা ঘটিয়ে আদমজী ইপিজেডের মূল ফটকে দায়িত্বরত এক আনসাারের উপর কবিরের সন্ত্রাসী বাহিনীরা হামলা চালিয়ে ওই আনসারের পরনের পোষাক ছিড়ে। পরে বেপজা কর্তৃপক্ষ কবিরকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে কবির পুনরায় এ নেক্কারজনক ঘটনা ঘটনাবেনা বলে অঙ্গিকার করে আাসে।