বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্যালিকা ও তার দুই মেয়ে সহ তিন জনকে গলা কেটে হত্যা করেছে আপন দুলাভাই।
এসময় তার আপন মেয়েকেও কুপিয়ে রক্তাত্ব জখম করে দুলাভাই আব্বাস। আহতকে গুরুত্বর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বৃহষ্পতিবার সকালে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার আনোয়ারের ৭ম তলার বাড়ির ৬ষ্ঠ তলায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিদ্ধিরগঞ্জের জোনাকি ফিলিং স্টেশনের কর্মচারী সুমনের স্ত্রী নাসরিন (২৮), নুসরাত (৬), খাদিজা (২)।
এদিকে ঘাতক দুলাভাই আব্বাসকে দুপুর ৩ টায় সিদ্ধিরগঞ্জের পাওয়ার হাউজের সামনে আটক করেছে ডিবি পুলিশ।
জোনাকি ফিলিং স্টেশনের কর্মচারী সুমন রাতে ডিউটি শেষে সকাল ১০ টায় বাসায় আসে। এসময় তিনি দরজা খুলে দেখে তার স্ত্রী ও তার দুই মেয়ের লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশের একটি টীম ঘটনাস্থলে আসে। লাশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।