বিজয় বার্তা ২৪ ডট কম
শীতলক্ষ্যা নদীর পানিতে তুলিয়ে জুয়েল রানা ওরফে জুলু (২৮) নাকে এক শ্রমিক নিহত হয়েছে। সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী কাঁচপুর ল্যান্ডিং ষ্টেশন এলাকায় শনিবার দুপুর আড়াইটায় জুলু পানিতে পড়ে যায়। সে কি ভাবে পড়েছে তা কেহ বলতে পারেনি। নিহত জুয়েল নাটোর জেলার সিংরা থানার শেরকুল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। কাঁচপুর ল্যান্ডিং ষ্টেশনের পাশেই শ্রমিকদের জন্য নির্মিত একটি টিনসেট ঘরে বসবাস করতো। খবর পেয়ে আদমজী ফায়ার র্সাভিস ও থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫ টায় নিহতের লাশ উদ্ধার করে।