নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জে মসজিদের এক ইমামের বিরুদ্ধে ৮ বছরের এক শিশু বলাৎকারের অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ইমামের নাম রফিকুল ইসলাম (৬৪)। তিনি সিদ্ধিরগঞ্জের চৌধুরিবাড়ি বাসষ্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম হিসেবে কর্মরত ছিলেন। শিশুটির পিতা জানান গত বুধবার সকালে আরবি পড়তে হুজুরের বাসায় গেলে তিনি জোর পূর্বক শিশুটিকে বলাৎকার করেন। শিশুটি ভয়ে ঘটনাটি কাউকে না জানিয়ে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরে শুক্রবার রাতে পরিবারের চাপে শিশুটি ঘটনাটি খুলে বলে। পরে শিশুটির পিতা মসজিদ পরিচালনা কমিটিকে বিষয়টি জানায়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয় ও এলাকাবাসি উত্তেজিত হয়ে উঠলে পুলিশ খবর পেয়ে ইমাম রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। শনিবার সকালে এ ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে থানায় মামলা করে। মামলা নং-৭। পুলিশ ওই মামালায় রফিকুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদলতে প্রেরণ করে।
মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।