বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রহমান (৬৫) নামে এক নিরাপত্তা প্রহরীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া রেললাইন বস্তিতে এ ঘটনা ঘটে।
আটক আব্দুর রহমান সিদ্ধিরগঞ্জ পুল এলাকার মিছির আলী সুপার মার্কেটের নিরাপত্তা প্রহরী।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, শিশুটি বাসার সামনে খেলা করা অবস্থায় টিভি দেখানোর প্রলোভন দেখায় প্রহরী আব্দুর রহমান। পরে নিজের বাসায় নিয়ে এসে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি ভয় পেয়ে চিৎকার করে। শিশুর চিৎকার শুনে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।
তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার এ ঘটনায় কেউ কোন মামলা বা অভিযোগ এখনও করেনি। কিন্তু এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।