বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযানে আব্দুর রহিম (৩৭) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
এতে বলা হয়, রোববার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর সাইলো এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিম আটক করে র্যাব সদস্যরা। এসময় তার কাছ ১০০ পিস ইয়াবা পাওয়া যায়।
আব্দুর রহিম বন্দরের রামনগর এলাকার মৃত শাহ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় বেচাকেনা করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে বলে জানায় র্যাব।