নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর দু‘জন গ্রাহকের মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড হক সুপার মার্কেটের চার তলায় মঙ্গলবার দুপুরে অনুষ্ঠানিক ভাবে নিহতদের পরিবারের কাছে ১ লাখ ৪৩ হাজার টাকার দু,টি চেক তুলে দেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম কিবরিয়া।
রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ইসলামী জীবন বীমা (তাফাকুল) এর গ্রাহক শিমরাইল মোড়ের ওয়াজ উদ্দিন সুপার মার্কেট সংলগ্ন গ্রামীন হোটেলের মালিক মোঃ শাহ জাহান হাওলাদার ও জালকুড়ি এলাকার মোঃ মাহবুব আলম সেন্টু আকস্মিক ভাবে মৃত্যু বরণ করায় তাদের মৃত্যুদাবী চেক হস্তান্তর করতে কোম্পানীর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রূপালী লাইফ ইনসিওরেন্স এর যুগ্ন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলম কিবরিয়া তার বক্তব্যে রাষ্ট্রীয় অর্থায়নে বীমা কোম্পানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে,জীবন বীমা কি, জীবন বীমা করলে কি সুফল পাওয়া যায় তা তুলে ধরেন। বীমা শিল্পের অগ্রগতিকে তড়ান্নিত করার আহবান জানিয়ে তিনি নিহত মাহবুব আলম সেন্টুর স্ত্রী সন্তানদের হাতে ও শাহ জাহান হাওলাদারের স্ত্রী সন্তানদের হাতে চেক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপালী লাইফ ইনসিওরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ এম এ আউয়াল, অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মোঃ বারেক এলাহী, ঢাকা দক্ষিণ সিটির ওয়ার্ড কাউন্সিলর হেলেনা আক্তার, ওয়াজ উদ্দিন সুপার মার্কেটের প্রোপ্রাইটর মাহবুবুল আলম শিপন, আদর্শ শিশু একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নূরুল ইসলাম বি.কম, সৌদী বাংলা গ্রুপের ডিরেক্টর মোঃ জাহাঙ্গীর আলম, চিটাগাংরোড পিন্টিং প্রেস মালিক কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন, আর টিভির সাংবাদিক শাহাদাত হোসেন স্বপন ও পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকের পরিচালক ডাঃ মফিজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, কোম্পানীর অত্র এলাকার কয়েক শতাধিক গ্রাহক।