বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর ও আলোচিত রাসেল হত্যা মামলার আসামী সোহাগকে গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ৩০ অক্টোবর বিকেলে খাঁনপুর হাসপাতালে শারীরিক নির্যাতনের কারণে চিকিৎসাধীন অবস্থায় রাসেল (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়। এই ঘটনায় ভিকটিমের দাদি রুনু বেগম (৫৫) বাদী হয়ে ৩ জনের নাম সহ অজ্ঞাতনামা ৮/১০ জন আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উক্ত ঘটনার পরপরই এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারনামীয় আসামীগণ আত্মগোপনে চলে যায়। হত্যাকান্ডের সাথে জড়িত অপরাধীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য র্যাব-১১ এর সদর কোম্পানীর একটি চৌকস গোয়েন্দা দল ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা কার্যক্রম ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অত্র হত্যার সাথে জড়িত এজাহারনামীয় ০২নং আসামীকে সনাক্ত ও অবস্থান নিশ্চিত হয়ে মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন বজ্রযোগিনী এলাকায় অদ্য বিশেষ অভিযান পরিচালনা করে এই হত্যাকান্ডের এজাহারনামীয় ২নং আসামী সোহাগ (৩২), পিতা-আঃ কাদির, গ্রাম-নতুন আইলপাড়া, ৮নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী সহ রফিকুল, সানী ও অজ্ঞাতনামা ৮/১০ জন গত ৩০/০৯/২০২২ইং তারিখে সকাল ০৫:৩০ ঘটিকায় এনায়েতনগর এলাকা হতে ভিকটিম রাসেলকে মোবাইল চোর সন্দেহে উঠিয়ে নিয়ে ১নং আসামী রফিকুল এর বাসায় নিয়ে দিনভর শারিরীক নির্যাতন করে। একপর্যায়ে ভিকটিম রাসেলের শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে ৩০/০৯/২০২২ইং তারিখে ১৬:৩০ ঘটিকায় পাঠানটুলি কবরস্থানের পার্শ্বে নির্জন জায়গায় ফেলে রেখে দ্রæত পালিয়ে যায়। পরবর্তীতে জানতে পারে যে ভিকটিম রাসেল হাসপাতালে মৃত্যুবরণ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উপরোক্ত হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততা কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।