নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মবার্ষিকী পালিত। গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) বাদ আসর সুমিলপাড়া আইলপাড়া রেললাইন এলাকায় যুবলীগ কার্যালয়ে দোয়া মিলাদ মাহফিল ও কেক কেটে জাতীর জনকের জন্মবার্ষিকী পালন করা হয়।
থানা যুবলীগ সভাপতি হাজী মতিউর রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেনু,সহ-সভাপতি বাবুল আক্তার মোল্লা,যুগ্নসম্পাদক বাবু কালিপদ মল্লিক,সাংস্কৃতিক সম্পাদক মোঃ হোসেন আলম মেম্বার,সুমিলপাড়া উইনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোসেন সরদার,সাধারণ সম্পাদক কাজী শাহজাহান,শ্রমিকলীগ নেতা জজমিয়া,যুবলীগ নেতা মাহবুবুর রহমান,খন্দকার মানিক মাষ্টার,নেকবর মাষ্টার,শহীদুল্লাহ,জাকির হোসেন,গিয়াস উদ্দিন,মজু মেম্বার,আশরাফ,রবিউল আলমসহ কয়েক শতাধিক নেতাকর্মী।
মাহফিলে জাতীর জনক বঙ্গবন্ধুর আতœজীবনীর উপর গুরুত্বপূর্ণ আলোচনা শেষে তার বিদেহী আতœার মাগফেরাত,দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করেন যুবলীগ নেতাকর্মীরা।
অপর দিকে রাত ৭ টায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনকের ৯৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহ জালাল বাদলের কার্যালয়ে কেক কাটা হয়। সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহ জালাল বাদলের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন,৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি নুরে আলম সিদ্দিকী,যুগ্ন সম্পাদক নবীর হোসেন,সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মিয়া,যুবলীগ নেতা মো:রিপন,ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান বাপ্পী,যুবলীগ নেতা আলী ইসলাম,শেখ ফরিদ,সেলিম,দেলোয়ার হোসেন,বিল্লাল ভুইয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।