নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে ইকরাম (২২) নামে এক মাদকাসক্ত যুবক আতœহত্যা করেছে। গত সোমবার (৮ ফেব্রুয়ারী) দিবাগত রাতে নিজ বাসায় ঘরের ধর্নার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। মঙ্গলবার দুপুর ১ টায় সিদ্ধিরগঞ্জ থানার (এস আই) ওমর ফারুক লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩’শ শর্য্যা হাপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত ইকরাম বি-বাড়িয়া জেলার সরাইল থানার শাহবাজপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে এবং নিমাইকশারী এলাকার গফুর মাদবরের বাড়ির ভাড়াটিয়া। তার বাবা সেলিম দীর্ঘদিন যাবৎ নিরুদ্দেশ থাকায় মা ঝর্না বেগমের সাথে ঐ বাসায় বসবাস করে আসছিল। সে কিছুদিন গার্মেন্টসে কাজ করলেও বর্তমানে বেকার থাকায় তার মা কাজ করে ভরন পোষন চালাতো। কোন কাজ না করে বেকার ঘুরা ফেরা করার কারণে মার সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকতো।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এআই ওমর ফারুক জানায়, মাদকাসক্ত ইকরাম নিজ ঘরের চালের ধর্নার সাথে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ ৩শ’শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে নিহতের মামা কাজী সোলায়মান।