নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ বিআরটিএ ও সেভেন এপিবিএন’র উদ্যোগে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিভিন্ন গণপরিবহনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ত্রুটিপূর্ন কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় বিভিন্ন যানবাহন ও চালককে জেল ও জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্বদেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ত্রুটিপূর্ন কাগজপত্র থাকায় ১৮টি বিভিন্ন যানবাহনকে মটরযান আইনের ১৩৭/১৪০/১৫২/১৫৭ ধারায় ২৭ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় এবং কোন কাগজপত্র না থাকায় তারাবো পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-২১৩৭),লেগুনা পরিবহন (০০২৮) ডাম্পিং কোমল পরিবহ (ঢাকা মেট্রো-ব-১৪-০৪১৪) অপর একটি (ঢাকা মেট্রো-ন-১৪-৯৯৬২) বাস আটক করে ভ্রাম্যমান আদালত। একই আদালত ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোঃ রাসেল (২৯) নামে এক চালককে ২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপিবিএন পুলিশের এএসপি এসএম সিরাজুল হক, পরিদর্শক মো:নাসির উদ্দিন মৃধা,এসআই সাঈদ আহমেদ, এএসআই শিমুল,আনিস,রুহুল ও বিআরটিএ মটরযান পরিদর্শকসহ প্রমূখ।