বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি পূর্বপাড়া আবু তালেবের হোসাইনিয়া মাদরাসার সামনে ময়লার গাড়ি থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির বয়স আনুমানিক পাঁচ মাস। তবে তার মা-বাবার খোঁজ মেলেনি।
পরিচ্ছন্নকর্মী আলমগীর বলেন, আমি হোসাইনিয়া মাদরাসার আশপাশের চারটি বাড়ি থেকে ময়লা নিয়ে গাড়িতে রাখতেই পলিথিনে মোড়ানো শিশুর মরদেহ দেখি। সঙ্গে সঙ্গে বিষয়টি এলাকাবাসীকে জানানো হয়। পরে স্থানীয়দের কাছে মরদেহটি রেখে আসি।
প্রত্যক্ষদর্শী রনি বলেন, পূর্বপাড়া এলাকার বিভিন্ন বাড়ি থেকে ময়লা সংগ্রহ করে গাড়িতে রাখছিলেন পরিচ্ছন্নকর্মী আলমগীর। এ সময় গাড়িতে শিশুর মরদেহ দেখেন তিনি। পরে স্থানীয় কাউন্সিলরকে ফোন দিলে রিসিভ করেননি। এরপর শিশুটিকে কবর দেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ময়লার গাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো স্বজন না থাকায় স্থানীয়ভাবে মরদেহটি দাফন করা হয়েছে।