নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরঞ্জে মাদক ব্যবসা বাধা দেওয়ার ঘটনায় ছাত্রলীগ নেতা মাহাফুজুর রহমানকে ছুরিকাঘাত করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার বিকাল সাড়ে ৫ টায় নাসিক নং ৩ ওয়ার্ড সানারপাড় মনু মিয়ার মার্কেটে এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত ছাত্রলীগে নেতা মাহফুজকে এলাকাবাসী উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শয্যা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। আহত মাহফুজ বাগমাড়া এলাকার মতিউর রহমানের ছেলে।
জানা গেছে, সানারপাড় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজের এলাকায় ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল বিক্রয় করে। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান মাদক ব্যবসা বন্ধের জন্য মহল্ল¬া মহল্লায় মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করতে দলের সকল নেতাকর্মীদের নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে নাসিক ৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা কর্মীরা সানারপাড়কে মাদক মুক্ত ঘোষনা করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেয়। এর জের ধরে মাদক ব্যবসায়ী সানারপাড় এলাকার মৃত ধনু মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ (২৮), গোলাম মোস্তফার ছেলে চঞ্চল (২৭) ও আল ইসলাম (২৭) ছাত্রলীগ নেতা মাহফুজকে একা পেয়ে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় তার আর্তচিকারে আশপাশের লোক জন এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে আহত মাহফুজকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শযা হাপাতালে ভর্তি করে।
আহত মাহফুজ জানান, মাদক ব্যবসা বন্ধ ঘোষনা দেওয়ার পর থেকে মাদক ব্যবসায়ীরা ৩নং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যার উদেশ্যে হামলা করবে বলে আগেই ঘোষনা করেছিলে। তাই প্রেক্ষিতে মাদক ব্যবসায়ী সবুজ ও তার সহযোগীরা এ মামলা চালিয়েছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে আহত মাহফুজ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে বলে জানা নিয়েছে।