নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগ নেতা আরমান ও চিত্তরঞ্জন কটন মিলের নিরাপাত্তা প্রহরী শহিদুলকে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক ব্যবসায়ী সন্ত্রাসী আলাউদ্দিন ও তার বাহিনী। মঙ্গলবার দুপুর ২ টায় গোদনাইল আরামবাগ চিত্তরঞ্জন সিকিউরিটি কোয়ার্টার এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শয্যা হাপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে এলাকায়। সে কোন মুহুর্তে আলাউদ্দিন বাহিনীর সাথে যুবলীগ নেতাকার্মীদের রক্তক্ষয়ই সংঘর্ষ হতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, সন্ত্রাসী আলাউদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জন ছেলে লাটিসোটা, রানদা, লোহার রড, ও চাপাটি নিয়ে চিত্তরঞ্জন সিকিউরিটি কোয়ার্টারের সামনে আরামবাগ এলাকার মফিজল ইসলামের ছেলে আরমানকে একা পেয়ে এলোপাতাড়ি মারধোর করে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ সময় তার ডাক চিৎকারে কোয়ার্টারের নিরাপত্তা বাহিনীর সদস্য শহিদুল এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে আহত করে। এক পর্যায়ে এলাকাবাসী এগিয়ে আসালে আলাউদ্দিনসহ তার সন্ত্রাসী বাহিনী ভূইয়াপাড়া এলাকা দিয়ে পালিয়ে যায়। পরে আহত শহিদুলকে স্থানীয় ক্লিনিকে ও গুরুতর আহত আরমানকে নারায়ণগঞ্জ ৩শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় চিত্তরঞ্জন কটন মিল কর্তৃপক্ষ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু.সরাফাত উল¬াহ জানান, এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছ। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তবে এ এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, আধিপত্য বিস্তার ও নিরিবিচ্ছিন্ন মাদক ব্যবসা করতে গত শুক্রবার যুবলীগ নেতা পাপ্পুকে মারধোর করে আলাউদ্দিন ও তার পালিত সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় আলাউদ্দিন ও তার বাহিনীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা রুজু করে যুবলীগের নেতাকর্মীরা। এর জের ধরে ফের এ হামলার ঘটনাটি ঘটে।