নারয়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে মুন্না (১৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ সদর সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিলু রায়ের আদালত এ কারাদন্ড প্রদান করে। মাদক ব্যবসায়ী মুন্না কদমতলী নয়াপাড়া এলাকার ফয়েজ ভুইয়ার ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-সহকারী পরিদর্শক (এসআই) মো:রফিকুল ইসলাম জানায়, গত শুক্রবার দিবাগত রাত সোয়া ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী মুন্নাকে গ্রেফতার করা হয়েছে।