বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় রাজু নামে এক যুবককে ছুড়িকাঘাতে আহত করার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও সুমিলপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত ওই যুবকের নাম রাজু আহমেদ(২৮)। রাজু সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার মৃত আঃ বাসেদের ছেলে। এদিকে ঘটনার পর পলাতক রয়েছে মাদক বিক্রেতা আঃ আজিজ(৫০)।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক মিলন মোল্লা এলাকাবাসীর বরাত দিয়ে জানায়, রাজু এবং আঃ আজিকের বাড়ি পাশাপাশি। আজিজ নিজে একজন মাদকসেবী ও বিক্রেতা। সে এলাকায় মাদক বিক্রির সাথে জড়িত। তার নিজ ঘরে বসেও সে মাদক সেবন করে এবং অনেক মাদকসেবীরা তার বাড়ি থেকে এসে মাদক নিয়ে যায় বলে জানায় স্থানীয়রা। মঙ্গলবার সকালে আজিজ তার ঘরে বসে ইয়াবা সেবন করছিলো। সেই সময় পাশর্^বর্তি রাজুর বাড়িসহ আসে পাশের বাড়িতে মাদকের গন্ধ ছড়িয়ে পরে। এসময় রাজু আজিজকে বাড়িতে বসে মাদক সেবন করতে বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে আজিজ ছুড়ি নিয়ে রাজুকে ধাওয়া করে এবং এক পর্যায়ে তাকে ছুড়িকাঘাত করে। এতে করে রাজুর গালে এবং হাতে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে পাশর্^বর্তী একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে নারায়ণগঞ্জ ৩০০শয্যা হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর থেকে আজিজ পলাতক রয়েছে। আজিজের খোঁজ করতে বাড়িতে গেলে তার মেয়ে আখিও আজিজের মাদক বিক্রির ও সেবনের কথা স্বিকার করে পুলিশের কাছে। এবং এই কারণে বাবার সাথেও সে সম্পর্ক রাখে না।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ বলেন, মাদক বিক্রি ও সেবনে বাধা প্রদান করার ঘটনা নিয়ে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে এবং ওই মাদক বিক্রেতাকে আটক করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।