নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল মধ্যপাড়া এলাকায় মোহাম্মদ আলীর বাড়ীতে মাদকসেবীরা তান্ডব চালিয়ে গৃহবধুকে শ্লীলতাহানী বৃদ্ধাসহ একই পরিবারের ৪ জনকে মারধর বাড়ীঘর ভাংচুর ও টাকা পয়সা লুটপাট করার গুরুতর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৮টায় শিমরাইল মধ্যপাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে মোহাম্মদ আলীর বাড়ীতে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই অখিল রঞ্জন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদক সেবনে বাধা এবং পূর্ব শত্রুতার জেড় ধরে মোহাম্মদ আলীর বাড়ীতে লাঠিসোঠা ও মশালে আগুন জালিয়ে শিমরাইল মধ্যপাড়া এলাকার আলীমুদ্দিনের নাতি ও শাহিনুরের ছেলে মাদকসেবী ও বখাটে আবু বক্করের নেতৃত্বে একই এলাকার মৃত সাত্তারের ছেলে রাব্বী (২২),মৃত আলী আকবরের ছেলে রনি (২৩),আলী হোসেন ওরফে তালুইর ছেলে রাসেলসহ অজ্ঞাত ৫/৬ জন মাদকসেবীরা মোহাম্মদ আলীর বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর,নগদ টাকা পয়সা লুটপাটসহ মোহাম্মদ আলী (৩৫),তার বৃদ্ধা মা মাজেদা বেগম (৫৫),ছোটভাই মোক্তার হোসেন (২৫) এবং তার স্ত্রী রেশমাকে শ্লীলতাহানী এবং বেধরক মারধর করেছে। এ ঘটনায় মোহাম্মদ আলীর স্ত্রী রেশমা বাদী হয়ে একইদিন রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই অখিল রঞ্জন জানায়, এ ঘটনায় উভয় পক্ষ পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।