নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে অব্যাহত বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বুধবার গভীর রাত থেকে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাট শুরু হয় সিদ্ধিরগঞ্জে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসি। একদিকে প্রচন্ড গরম অন্যদিকে বিদ্যুতের এ অনাকাঙ্খিত লোড শেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিঘন্টায় দুই থেকে তিনবার টানা লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন ব্যবস্থা, স্বাভাবিক জনজীবনের কর্মকান্ড সহ চলমান এইচএসসি পরিক্ষার্থীসহ শিক্ষার্থীদের পড়াশোনা।
সিদ্ধিরগঞ্জের এমডব্লি¬উ কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এইচএসসি পরীক্ষার্থী মহিমা জানায় একদিকে প্রচন্ড গরম এবং অন্যদিকে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে পড়াশোনার যেমন ক্ষতি হচ্ছে তেমনি পরীক্ষার হলে পরীক্ষা দিতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে অনাকাঙ্খিত এ লোডশেডিংয়ে আদমজী ইপিজেডসহ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন একাধিক প্রতিষ্ঠানের মালিকগন।
সিদ্ধিরগঞ্জে আকস্মিক এ বিদ্যুৎ বিভ্রাটের ব্যাপারে ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, ১৩২/৩৩ কেভির ট্রান্সফর্মারটি সমস্যার কারণে বন্ধ রয়েছে। এর কারণে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় আকস্মিক এই বিদ্যুৎ বিভ্রাট। ট্রান্সফর্মারটি ঠিক করার কাজ চলছে। আগামী দু একদিন এ সমস্যা থাকতে পারে বলে তিনি জানান।