নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে জ্বালানী তেল ব্যবসায়ীর ছিনতাই হওয়া সাড়ে ৩ লাখ টাকা উদ্ধারসহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার সকালে এসআই মাসুদ আলম খান সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইল বার্মা ষ্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ সোহেল (২৩) ও হাসান (২২) নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে জ্বালানী তেল ব্যবসায়ী শ্রী সুমন পন্ডিত একটি মামলা দায়ের করেছে। ধৃতরা হলো,গোদনাইল বার্মা ষ্ট্যান্ড এলাকার সিরাজুর ইসলামের ছেলে সোহেল ও গোদনাইল নয়াপাড়া এলাকার আওলাদ হোসেনের ছেলে হাসান।
জানা যায়, সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা সদরের মৃত শ্রী সুভাষ চন্দ্র পন্ডিতের ছেলে জ্বালানী তেল ব্যবসায়ী শ্রী সুমন চন্দ্র পন্ডিত সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মা ষ্ট্যান্ড এলাকায় জ্বালানী তেল ক্রয় করতে আসে। এসময় ছিনতাইকারী সোহেল ও হাসানের টার্গেটে পরে সে। তারা তাকে তেল দিবে বলে নির্জন স্থানে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ব্যবসার কাজে আনা সাড়ে ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সুমন পন্ডিত থানা একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ ছিনতাইকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়।
এব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মাসুদ আলম খান জানায়, বাদীর অভিযোগের প্রেক্ষিতে গোদনাইল বার্মা ষ্ট্যান্ড এলাকা থেকে ছিনতাই হওয়া সাড়ে ৩ লাখ টাকা উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতদের দ্রুত বিচার আইনে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।