নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জে বিয়ে বাড়িতে সাবেক স্বামীর হামলায় সাবেক স্ত্রীর বড় বোন জোসনাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখমসহ কমপক্ষে ৫ জন আহত করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জের হাটখোলা এলাকায় জব্বারের বাড়িতে।
অভিযোগে জানাগেছে, হাটখোলা এলাকার জব্বারের ছোট মেয়ে ইমাকে তিন বছর পূর্বে একই থানাধীন সর্দারপাড়ার মৃত অহিদউল¬্যাহর ছেলে মাজেদুল ইসলাম সানি প্রেম করে বিয়ে করে পালিয়ে যায়। ঘটনার ৩ দিন পর ইমার পরিবারবর্গ সানির বিদ্ধে অপহরন মামলা করে। ওই মামলায় সানি গ্রেফতার হয়। পরবর্তীতে সানিও ইমার পরিবারের সম্মতিতে আবারও দুজনের বিয়ে দেওয়া হয়। কিন্তু বনিবনা না হওয়ায় গত সেপ্টেম্বর মাসে সানি ও ইমার বিয়ে ভেঙ্গে যায় তালাক এর মাধ্যমে। তথাপিও উভয়ের প্রেম চলতে থাকে বলে সানি জানায়। কিন্তু ইমার পরিবারবর্গ ইমার বিয়ে ঠিক করেন। নারায়ণগঞ্জে পাত্রের বাড়ি। সোমবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে বরযাত্রী আসবে একথা শুনে ইমার সাবেক স্বামী সানির নেতৃত্বে ১০-১৫ জন যুবক ইমাদের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে ইমার বড়বোন জোসনাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। হামলায় বিয়ে বাড়ির আরও ৪-৫ জন নারী আহত হয়। ডাকচিৎকার শুনে বাড়ির আশপাশের লোকজন ছুটে এসে ইমার সাবেক স্বামী সানিকে গণধোলাই দিয়ে একটি কক্ষে আটক করে রাখে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সানিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ইমার বড় বোনের স্বামী দেলোয়ার হোসেন দেলু বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানা একটি এজাহার দায়ের করেছেন বলে জানাগেছে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম জানায়, এজাহার পেয়েছি ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
ইমার বড় বোন জোসনা ও তার স্বামী দেলোয়ার হোসেন দেলু জানায়, ইমার বিয়ে ঠিক হয়েছে নারায়ণগঞ্জে। বরযাত্রী সিদ্ধিরগঞ্জপুলে ফুড গার্ডেন নামে একটি কমিউিনিটি সেন্টারে ঠিক সেই মুহুর্তে সানি দলবল নিয়ে অতর্কিতভাবে ইমাদের বাড়িতে হামলা চালিয়েছে। এলাকাবাসী ও ইমার পরিবারবর্গ জানায় সানি একজন বখাটে ও নেশাখোর হিসেবে এলাকায় পরিচিত তাই ইমাকে সানির কাছ থেকে ছাড়িয়ে অন্যত্র বিয়ে দিচ্ছেন বলে ইমার পরিবারবর্গ জানায়।