নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ মামলায় ধর্ষক শাহীন (৩২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এসআই রাসেল সঙ্গীয় ফোর্স নাসিক ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার এলাকাস্থ ধর্ষকের নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত ধর্ষক শাহীন ওই এলাকার মৃত সিরাজ স্বর্নকারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া বাজার এলাকার ভাড়াটিয়া ২০ বছরের এক যুবতীকে সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার শাহীন প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন যাবৎ ভোগ করে আসছিল। বার বার ওই কিশোরীকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলেও সে তাতে কর্নপাত না করে তার উপর অত্যাচার শুরু করে। কোন উপায়ন্তর না দেখে ওই কিশোরী গত শনিবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। থানা পুলিশ ঘটনাটি আমলে নিয়ে রাতেই ধর্ষক শাহীনের বাসায় হানা দিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-১০ তাং-০৮/০৫/১৬ইং। ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) তৎসহ ৩২৩/৫০৬ দ: বি:।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ধর্ষক শাহীনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে ধর্ষিতা কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নারায়ণগঞ্জ ১’শ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে।