নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, র্যালি ও ধুমপান বিরোধী লিফলেট বিতরন করেছে নো স্মোকিং ক্লাব বাংলাদেশ। সোমবার সকাল সাড়ে ১১টায় ঢাকা- চ্ট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে “ধুমপান মুক্ত বাংলাদেশ চাই” এ শ্লোগান নিয়ে এ মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। পরে ধুমপান বিরোধী আন্দোলনে সকলকে যোগ দেয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরন করেন নো স্মোকিং ক্লাব বাংলাদেশ এর সদস্যরা । এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনটির আহ্বায়ক প্রফেসর, সাংবাদিক এ.আর. ফররুখ আহমেদ খসরু, সদস্য সচিব নুর আলম, পরিকল্পনা পরিচালক জিল্লুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক শাকিল আহমেদ প্রধান ও সদস্য মামুনুর রহমান অনিক, কামাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আমিনুল হক রাজু, থানা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ ব্যাপারী, ডিএসবি সদস্য বাবুল হোসেন, সাংবাদিক মোশতাক আহমেদ শাওন, মীর কাশেম, রাসেল, ডক্তার শহীদুল্লাসহ শতাধীক শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ।
মানববন্ধন র্যালী শেষে সংগঠনের আহ্বায়ক প্রফেসর, সাংবাদিক এ.আর. ফররুখ আহমেদ খসরু বলেন, সারাদেশে মাদকের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও এর ছোবল থেকে রেহাই পায়নি। তাই এখন থেকে সকলকে সচেতন হয়ে এর প্রতিরোধ করতে হবে। প্রথমে প্রত্যেকে প্রত্যেকের ঘর থেকে মাদককে প্রতিহত করবো। নিজ ঘওে প্রতিরোধ সফল হলেই সমাজ থেকে মাদক নির্মুল সম্ভব হবে। পরে পর্যায়ক্রমে মাদকের সব অস্তানাকে প্রতিরোধ করাও সহজ হবে।
এ সময় মাদক প্রতিরোধে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আমিনুল হক রাজু, থানা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ ব্যাপারী, ডিএসবি সদস্য বাবুল হোসেন মাদক প্রতিরোধে তাদের সাথে সংহতি প্রকাশ করেন।
বিতরনকৃত লিফলেটে উল্লেখ করা হয়, প্রতিটা মাদকসেবী প্রথমে ধুমপানের মাধ্যমে মাদকের জীবনে প্রবেশ করে। ধুমপান শুধু নিজেরই নয়, নষ্ট করতে পারে আপন সন্তানের জীবন। দুই সিগারেটের পরিমান নিকোটিন ইনজেকশনের মাধ্যমে একজন সুস্থ্য ব্যক্তির দেহে প্রবেশ করালে সে তাৎক্ষনাক মৃত্যু বরন করতে পারে। ধুমপায়ীদের ঘরে জন্ম নিতে পারে বিকলাঙ্গ শিশু। ধুমপান দারিদ্রতার অভিশাপ বয়ে আনে। আসুন ধুমপানমুক্ত বাংলাদেশ গড়ি।
সংগঠনটির সদস্য সচিব নুর আলম লিফলেট বিতরনকালে গনমাধ্যম কর্মীদের বলেন, মাদকাসক্তের প্রাথমিক ধাপ হচ্ছে ধুমপান। অন্যদিকে মাদকাসক্তরা সমাজের বোঝা হয়ে দাড়িয়েছে। তাই দেশ ও জাতিকে রক্ষা করতে আমাদের এই আন্দোলন।