নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া এলাকায় শনিবার রাতে ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুমায়ুন কবির (৩৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। খবর পেয়ে রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে রোববার সকালে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠান। নিহত হুমায়ুন চাঁদপুর জেলার হাইমচ থানার হাইমচর এলাকার মৃত বশির হাওলাদারের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া সি ব্লকের ২০৫ নং বাসায় ভাড়া থাকতো। সে বালুবাহী ট্রাকের হেলপার ছিল।