নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জে বউকে পিটিয়ে গলায় ফাঁস দিয়ে ইকবাল হোসেন (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার রাতের কোন এক সময় দাম্পত্য কলহের জেরে নিজ ঘরের আড়ার সাতে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে মৃত ইকবালের পরিবার জানিয়েছে। রোববার সকাল ১১ টায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জ কলাবাগ এলাকায়। এ ঘটনায় মৃত ইকবারের বড় ভাই ইমন হোসেন বাদি হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। মৃত ইকবাল কলাবাগ এলাকার মৃত ইমান আলীর ছেলে।
লাশ উদ্ধারকারী সিদ্ধিরগঞ্জ থানার এস আই জসিম উদ্দিন জানায়, সিদ্ধিরগঞ্জ কলাবাগ এলাকায় মৃত ইমান আলীর বাড়িতে নিজ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে সে আত্মহত্যা করে। এ খবর পেয়ে সঙ্গীসোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ফাস লাগানো অবস্থায় ইকবালের মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ২শর্য্য হাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই ইমন হোসেন বাদি হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে।