বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৫০ বোতল ফেনসিডিলসহ জুলহাস খলিফা নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ নন্দিপাড়া মিজমিজি আল আমিন নগর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জুলহাস খলিফা সিদ্ধিরগঞ্জ নন্দিপাড়া মিজমিজি আল আমিন নগর এলাকার হাসান খলিফার ছেলে।
এ বিষয়ে এএসআই মো. রবিউল আউয়াল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ নন্দিপাড়া মিজমিজি আল আমিন নগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ বোতল ফেনসিডিলসহ জুলহাস খলিফাকে গ্রেফতার করা হয়। এ সময় অপর একজন পালিয়ে যান।