নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে ১২ বোতল সেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সাদ্দামকে (২০) আটক করেছে পুলিশ। আটক সাদ্দাম দীর্ঘ দিনধরে সানারপাড় এলাকায় ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসা করছে বলে পুলিশের কাছে তথ্য ছিলে। এ তথ্যনুসারে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ বুধবার গভীর রাতে সানারপাড় লন্ডন মার্কেট এলাকা থেকে তাকে আটক করে । আটক সাদ্দাম কুমিল্ল¬া জেলার দাউদকান্দি থানার পাকুর কান্দি এলাকার আবদুল কাদেরের ছেলে। সে সানারপাড় এলাকায় ভাড়া থাকতো।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল সাদ্দামকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।