নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সিদ্ধিরগঞ্জের চিহিৃত মাদক স¤্রাট শাহিন মোল্লার স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে সহকারী পুলিশ সুপার (ক-অঞ্চল) মোঃ আব্দুল্লা আল মাসুদের নেতৃত্বে নেতৃত্বে এ বিশেষ অভিযান শুরু করে পুলিশ। এসময় সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেনের বাড়িসহ শিমরাইল টেকপাড়া, সানারপাড়, রসুলবাগ, মুক্তিনগর এলাকাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী মাসুদ, সুমন ও মাদক স¤্রাট শাহীন মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশ মাদক স¤্রাট শাহীন মোল্লার স্ত্রী মালা বেগমকে ৫ বোতল ফেন্সীডিলসহ গ্রেফতার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরাফত উল্লাহ জানান, বিশেষ অভিযানে এ পর্যন্ত ফেন্সীডিলসহ ৩ জনকে গ্রেফতার ককরা হয়েছে। তাছাড়া সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদের গ্রেফতারে এ অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮ টা) পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।